রুমি একজন সাধারণ গার্মেন্টস কর্মী। তার স্বপ্ন ছিল ছোট, কিন্তু হৃদয় ছিল বিশাল। ফেসবুকে পরিচয় হয় রুদ্র নামে এক স্টাইলিশ ছেলের সঙ্গে। রুদ্রের প্রোফাইলে গাড়ি, হোটেল আর হেলিকপ্টারের ছবি দেখে রুমি ভাবে – “এইবার বুঝি প্রিন্স পাচ্ছি!”
প্রথম দেখা হয় এক কফি শপে, যেখানে রুদ্র শুধু একটা পানি নেয়, আর বলে – “ডায়েটিং করতেছি।”
রুমি তখন তিনটা পেস্ট্রি, এক কাপুচিনো আর একগ্লাস জুস অর্ডার দেয়, ভাবতে ভাবতে – “আমিও তো স্মার্ট!”
কয়েকদিন যেতে না যেতেই রুদ্র শুরু করল ইনবক্সে “বিকাশ করো তো, আজকে একটু টাইট সিচুয়েশন!”
রুমি প্রথমে দুইশো, পরে পাঁচশো, এরপর একদিন এক হাজার টাকা পাঠায়।
তারপর একদিন রুদ্র বলল –
“রুমি, তুমি খুব ভালো, কিন্তু আমার এক্স ফেরত এসেছে। তাই, বাই।”
রুমি বুঝল, প্রেম ছিল না… প্রেম ছিল এক্সপায়ারড অফার।
তারপর থেকে রুমি প্রেম করে না, কিন্তু পেঁয়াজ কাটলে এখনো চোখে জল আসে।